Abdullah Adil Mahmud
Writerআব্দুল্যাহ আদিল মাহমুদ, পাই জিরো টু ইনফিনিটির মাধ্যমে বিজ্ঞান বিষয়ে লেখালেখির শুরু। বর্তমানে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করছেন প্রথম আলো পরিবারের মাসিক বিজ্ঞান ম্যাগাজিন বিজ্ঞান চিন্তায়। পাশাপাশি নিয়মিত লিখছেন জিরো টু ইনিফিনিটি, ব্যাপন, কিশোর আলো এবং অনলাইন বিজ্ঞান পোর্টাল বিজ্ঞান পত্রিকায়।প্রকাশিত অনূদিত বই অ্যা ব্রিফার হিস্ট্রি অব টাইম। মহাবিশ্বের সীমানা নামে আরেকটি বই প্রকাশের অপেক্ষায়।